Hindon Air Base: হাসিনার অবতারণের পরেই হিন্দন বিমানঘাঁটির ভোলবদল, কড়া পুলিশি পাহারা, যান চলাচলেও বিধি নিষেধ

মঙ্গলবার সকালে হিন্দর বিমানঘাঁটি ছেড়ে উড়ে যায় C-130। সকাল ৯টা নাগাদ ভারত ছাড়ে বাংলাদেশ বায়ুসেনার কপ্টার। তবে তাতে হাসিনা নেই বলেই খবর।

Security heightened at the Hindon Air Base (Photo Credits: ANI)

বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে এসেছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। সোমবার বিকেলে বোন রেহানার সঙ্গে বাংলাদেশ বায়ুসেনার C-130 কপ্টারটি চেপে ভারতে প্রবেশ করেন তিনি। ত্রিপুরার আগরতলা হয়ে উত্তরপ্রদেশ গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে (Hindon Air Base) অবতারণ করে হাসিনার কপ্টার। মঙ্গলবার সকালে হিন্দর বিমানঘাঁটি ছেড়ে উড়ে যায় C-130। সকাল ৯টা নাগাদ ভারত ছাড়ে বাংলাদেশ বায়ুসেনার কপ্টার। তবে তাতে হাসিনা নেই বলেই খবর। কোন 'নিরাপদ আশ্রয়' না পাওয়া পর্যন্ত মুজিব-কন্যা ভারতেই থাকবেন বলে জানা যাচ্ছে। হাসিনার অবতারণ করার পর থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হিন্দন বিমানঘাঁটি। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশি বাহিনী। যান চলাচলের ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির নির্দেশ রাষ্ট্রপতির

দেখুন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)