Sabarimala Temple Controversy: শবরীমালার মন্দিরে শিবমণির বাজনায় আপত্তি তুলল কেরালা হাইকোর্ট, কী বলল তারা?

শবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার পূজাপদ্ধতির একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। সেখানে ভক্তরা মন্দিরের ঐতিহ্যের সাপেক্ষে পূজা করার অধিকার প্রাপ্ত হয় কিন্তু সেখানে ঢোল বাজানোর অনুমতি তাদের দেওয়া হয়নি।

শবরিমালায় ভক্ত সমাগর (Photo Credit: IANS)

আবারও সংবাদ শিরোনামে শবরীমালা মন্দির। এবার এই মন্দিরের সঙ্গে নাম জুড়ে গেল বিখ্যাত ড্রামার শিবমণির।  শবরীমালা মন্দিরে সোপানমের সামনে ড্রামার শিবমণির ড্রাম বাজাতে আপত্তি তুলেছে কেরালা হাইকোর্ট। আদালত তাঁর পর্যবেক্ষণে জানিয়েছে- শবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার পূজাপদ্ধতির একটি নির্দিষ্ট পদ্ধতি আছে। সেখানে ভক্তরা মন্দিরের ঐতিহ্যের সাপেক্ষে পূজা করার অধিকার প্রাপ্ত হয় কিন্তু সেখানে ঢোল বাজানোর অনুমতি তাদের দেওয়া হয়নি। এমনকি ঢোল বাজানোর অনুমতি দেওয়ার জন্য মন্দির কতৃপক্ষের সোপানম অফিসারেরও সমালোচনা করে আদালত।

দেখুন কি বলেছে আদালত-