RSS: ২০২৫ সালের মধ্যে দেশের সব গ্রামে থাকবে RSS-এর শাখা!
আর বছর তিনেকের মধ্যে গোটা দেশের সব গ্রামেই উপস্থিতি থাকবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)-এর।
আর বছর তিনেকের মধ্যে গোটা দেশের সব গ্রামেই উপস্থিতি থাকবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (RSS)-এর। ২০২৫ সালে শতবর্ষে পা দিচ্ছে আরএসএস, সেই সময় দেশের সব গ্রামে নিজেদের উপস্থিত রাখা যাবে বলে দাবি সংগঠনের। গত পাঁচ বছরে ধারেভারে অনেকটাই বেড়েছে আরএসএস-এর সংগঠন। ২০১৭-২০২১, ২০ থেকে ৩৫ বছরের মধ্যে ১.২৫ লক্ষ জন আরএসএস-এ যোগ দিয়েছেন আরএসএস-এর অনলাইনের মাধ্যমে।
দেশের ৯৪ শতাংশ মানে মোট ২ হাজার ৩০৩টি শহরে আরএসএস-এর শাখা রয়েছে। পাশাপাশি দেশের ৫৯ হাজার মণ্ডলেও আরএসএস-এর শাখা রয়েছে। আরও পড়ুন: স্কুলের পাঠক্রমে ভগবত গীতা, তবে অনিচ্ছুক পড়ুয়াদের জোর করে পড়াবেন না; দেওবন্দ
দেখুন টুইট