Karnataka Elections 2023: ভোটের কর্ণাটকে বাজেয়াপ্ত নগদ ৮৩ কোটি, ১৫ লক্ষ লিটার মদ
কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার এখন জোরকদমে। আগামী ১০ মে কর্ণাটকে এক দফায় রাজ্যের সব কটি বিধানসভা আসনে নির্বাচন।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার এখন জোরকদমে। আগামী ১০ মে কর্ণাটকে এক দফায় রাজ্যের সব কটি বিধানসভা আসনে নির্বাচন। তার আগে আজ, সোমবার পর্যন্ত দক্ষিণ ভারতের এই রাজ্যে ৮৩ কোটি ৪২ লক্ষ ৪৭ হাজার ৬৫০ নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এইসব অর্থের কোনও বৈধ হিসেব মেলেনি। পাশাপাশি প্রায় ১৫ লক্ষ লিটার মদ উদ্ধারের পর নষ্ট করা হয়েছে। যার বাজার দর ৫৭ কোটি ১৩ লক্ষ ২৬ হাজার টাকা।
নগদ অর্থ, মদের পাশাপাশি ১৬ কোটি ৫৫ লক্ষ ৯৫ হাজার টাকার ড্রাগসও উদ্ধার হয়েছে। এমন তথ্য জানালেন কর্ণাটকের প্রধান নির্বাচনী অফিসার। আরও পড়ুন-এবারও কর্ণাটকে বিজেপির কোনও মুসলিম প্রার্থী নেই কেন! কী বললেন শাহ
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)