Ravi Kishan :ভারত ছাড়ো নিয়ে এবার কংগ্রেসকে কটাক্ষ সাংসদ রবি কিষেণের
ভারত ছাড়ো নিয়ে কংগ্রেসকে কটাক্ষ বিজেপি সাংসদ রবি কিষেণের
ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষপূর্তি নিয়ে এবার কংগ্রেসকেই আক্রমন শানালেন বিজেপি সাংসদ রবি কিষেণ। প্রধানমন্ত্রীর পরিবারতন্ত্র, দুর্নীতি নিয়ে "ভারত ছাড়ো " মন্তব্যের পর এবার রবি কিষেণও আক্রমন শানালেন বিরোধীদের। এদিন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে তিনি বলেন,"তাঁরা ৬৫ বছর ধরে ক্ষমতায় ছিলেন, যার মধ্যে সমস্ত পরিবারতন্ত্র রয়েছে, তাঁরা আমাদের ভুল বুঝিয়েছিলেন যে তারাই শুধুমাত্র দেশ চালাতে পারবেন, কিন্তু যখন প্রধানমন্ত্রী মোদী এলেন ২০১৪ সালের পর এটা জানা গেল যে দেশের লক্ষ.লক্ষ এবং কোটি কোটি টাকা উবে যাচ্ছিল।
বর্তমানে রাস্তা তৈরি হচ্ছে, গ্রাম, গরীব মানুষ, চাষী এবং পিছিয়ে পড়া মানুূষেরা উন্নতি করেছে। এর আগে এই মানুষগুলি দুর্নীতি, তোষণ এবং পরিবারতন্ত্রে যুক্ত ছিল। বর্তমানে, বিজেপি এবং সমগ্র দেশ বলছে ভারত ছাড়ো"।