Ranchi : ইডির জেরা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে,ঝাড়খন্ডে বিক্ষোভ দলীয় সমর্থকদের
এদিন হেমন্ত সোরেনের বাড়িতে এসে তার বয়ান রেকর্ড করেন ইডি তদন্তকারী আধিকারিকেরা
জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে ইডি। সেই তল্লাশির বিরুদ্ধে এবার রাস্তার বিক্ষোভ দেখাল ঝাড়খন্ড মুক্তি মোর্চার সমর্থকরা।
গত বছরের অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত সাতবার ইডির সমন এড়িয়েছেন হেমন্ত সোরেন। তবে এবার নিজের বাড়িতেই বয়ান রেকর্ড করার ক্ষেত্রে সঙ্গতি জানিয়েছেন তিনি।
এর আগে ২০২২ সালে অবৈধ মাইনিং কাণ্ডে তাকে জেরা করে ইডি। এদিন ইডির তদন্তের আগে হেমন্ত সোরেনের বাড়িতে নিরাপত্তা বেশ আঁটোসাটো করা হয়েছিল। একত্রিত হয়েছিলে জেজিএম সমর্থকরা। তারা স্লোগানও দেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)