Ram Mandir Aarti Pass Booking: রাম মন্দিরে আরতী দেখতে সংগ্রহ করতে হবে পাস, দেখুন নিয়ম
অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরে (Ram Temple) আরতী যাঁরা দেখতে চান, তাঁদের জন্য পাস চালু করা হল। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আপনি এই পাস সংগ্রহ করতে পারবেন বলে জানা যাচ্ছে। আরতি পাস সেকশনের ধ্রুবেশ মিশ্র জানান, পাস ছাড়া কেউ আরতী দেখতে পারবেন না। যাঁদের কাছে পাস রয়েছে, তাঁরাই কেবলমাত্র আরতীর সময় মন্দিরে হাজির থেকে তা দেখতে পারবেন। সরকারি পরিচয় পত্র দেখিয়ে তবেই আরতী পাস সংগ্রহ করতে হবে বলে জানান ধ্রুবেশ মিশ্র। মন্দিরের যে ক্যাম্প রয়েছে, সেখানে অন্তত আধ ঘণ্টা আগে হাজির হতে হবে আরতী দেখার জন্য। সরকারি পরিচয় পত্র দেখিয়ে তবেই আপনি মন্দিরের আরতী দেখতে পাবেন বলেও জানা যাচ্ছে।
দেখুন কীভাবে পাস সংগ্রহ করবেন...