Rajiv Gandhi Assassination Case: অসুস্থ মাকে দেখতে এক মাসের প্যারোলে বাড়ি যাচ্ছে রাজীব গান্ধী হত্যায় দোষী নলিনী শ্রীহরণ

নলিনীর আইনজীবী রাধাকৃষ্ণন এএনআইকে জানিয়েছেন যে কয়েকটি সরকারি কাজ শেষ করার পর নলিনীকে আজ প্যারোলে মুক্তি দেওয়া হবে।

Nalini Sriharan

এক মাসের প্যারোল পেল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার (Rajiv Gandhi Assassination Case) অন্যতম দোষী নলিনী শ্রীহরণ (Nalini Sriharan)। তার অসুস্থ মায়ের অনুরোধে রাজ্য সরকার এক মাসের প্যারোল মঞ্জুর করেছে। বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টকে একথা জানিয়েছে তামিলনাড়ু সরকার।

দেখুন ছবি: