Rajasthan Viral Video: মাঝ পথে অকেজ যান, ষাঁড়ে টেনে নিয়ে গেল ইলেকট্রিক গাড়ি, দেখুন

রাজস্থানের কুচমন নগর পরিষদের বিরোধী দলনেতা অনিল সিং মরতিয়ারের ই-গাড়িটি রাস্তার মাঝে আচমকাই চলা বন্ধ করে দেয়। ব্যস মাথায় হাত পড়ে যাওয়ার অবস্থা।

Rajasthan Viral Video (Photo Credits: X)

মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ল ইলেকট্রিক গাড়ি (Electric car)। রাজস্থানের (Rajasthan) কুচমন নগর পরিষদের বিরোধী দলনেতা অনিল সিং মরতিয়ারের ই-গাড়িটি রাস্তার মাঝে আচমকাই চলা বন্ধ করে দেয়। ব্যস মাথায় হাত পড়ে যাওয়ার অবস্থা। তবে কুছ পরোয়া নেই। বের করে ফেললেন বিকল্প পন্থা। দুটি ষাঁড়ের ব্যবস্থা করলেন তিনি। ষাঁড়ের সঙ্গে বেঁধে দেওয়া হল অনিলের গাড়ি। বিদ্যুৎ নয়, বরং ষাঁড়েই টেনে নিয়ে গেল ই-গাড়িটি। ষাঁড়ের গাড়ি টানার ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ ৭ দিন অতিক্রান্ত, কুয়োর মধ্যেই আটকে তিন বছরের শিশু, আলোয় পথে চেতনার হাতছানি

ষাঁড়ে টানছে গাড়ি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)