Rain Fury: বাধের গেট খুলতেই বেরিয়ে এল জলের ভয়ানক রূপ, দেখুন উত্তরাখণ্ডের পরিস্থিতি

Uttarakhand (Photo Credit: ANI)

ক্রমশ খারাপ হচ্ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) পরিস্থিতি। অতি বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের চিরকিলা বাধের জল যখন বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে, সেই সময় খুলে দেওয়া হয় গেট। চিরকিলা বাধের গেট খুলতেই হু হু করে বইতে শুরু করে জল। যার জেরে উত্তরাখণ্ডের কালী এবং ধৌলি নদীর জলস্তর বেড়ে যায় নিমেষে। কালী এবং ধৌলি নদীর জলস্তর বাড়তেই ফের নতুন করে বন্যার আশঙ্কা পিথোরাগড় জেলায়। দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন: Rain Fury: হিমাচলে চোখ রাঙাচ্ছে নদী, উত্তরাখণ্ডেও সতর্কতা