Bharat Jodo Yatra: দক্ষিণ শেষে রাহুলের 'ভারত জোড়ো' যাত্রা আজ মহারাষ্ট্রে
কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রেদশ, তামিলনাড়ুর পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এখন তেলঙ্গনায় ঝড় তুলছে। গতকাল, রবিরার কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা ৬০দিনে পা দিল। রাহুলের ভারত জোড়ো যাত্রায় দক্ষিণের সফর এদিন শেষ হচ্ছে।
কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রেদশ, তামিলনাড়ুর পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা' এখন তেলঙ্গনায় ঝড় তুলছে। গতকাল, রবিরার কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' ৬০দিনে পা দিল। রাহুলের ভারত জোড়ো যাত্রায় দক্ষিণের সফর এদিন শেষ হচ্ছে। রাহুলের দক্ষিণ ভারতে সফর যাত্রা বেশ সাড়ে ফেলল। সাধারণ মানুষের মধ্য়ে মিশে রাহুল হৃদয় জিতলেন।
তবে তেলঙ্গানায় রাহুলের ভারত জোড়ো যাত্রার মাঝে মুনুগোদে উপনির্বাচনে বড় হারের মুখে পড়ে কংগ্রেস প্রার্থী। এবার সোনিয়া গান্ধী তনয় ঢুকে পড়ছেন পশ্চিম ভারতে।
সোমবার সন্ধ্যায় রাহুলের যাত্রা ঢুকছে মহারাষ্ট্রে। মারাঠা প্রদেশে কতটা সাড়া পান রাহুল সেটাই দেখার।
দেখুন টুইট