PM Modi Gifted Shawl: পা ছুঁয়ে প্রণাম করায় কিশোরী শিল্পীকে নিজের শাল উপহার প্রধানমন্ত্রী মোদির, পোঙ্গল অনুষ্ঠানের ভিডিয়ো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানবিক মুখের দেখা এর আগেই বিভিন্ন ক্ষেত্রে পাওয়া গেছে। রবিবার ফের তা দেখা গেল দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের বাসভবনে।

Photo Credits: ANI

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মানবিক মুখের দেখা এর আগেই বিভিন্ন ক্ষেত্রে পাওয়া গেছে। রবিবার ফের তা দেখা গেল দিল্লিতে (Delhi) কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের (MoS L Murugan) বাসভবনে।

সেখানে পোঙ্গল উৎসব উদযাপনে (Pongal celebrations) যোগ দিয়ে একটি কিশোরী শিল্পীর (young singer) গান মন দিয়ে শুনতে দেখা গেল তাঁকে। পরে ওই শিল্পীকে হাতের ইশারায় ডাকলে সে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করে। এরপরই নিজের গায়ে থাকা শালটি (shawl) খুলে তাকে উপহার (gift) দেন প্রধানমন্ত্রী। যার ভিডিয়ো সংবাদ সংস্থা এএনআইয়ে দেখে পছন্দ করেছেন অনেক নেটিজেনই। আরও পড়ুন: Pink Autos in Uttar Pradesh: 'রাম ভক্তদের' অযোধ্যা ভ্রমণের জন্যে এল গোলাপি অটো, চালাবেন মহিলারা

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now