Tripura: ৪৩৫০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করতে আসছেন মোদি, সেজে উঠেছে আগরতলা
রবিবার অর্থাৎ আগামীকাল ত্রিপুরার রাজধানী আগরতলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।
আগরতলা: রবিবার অর্থাৎ আগামীকাল ত্রিপুরার (Tripura) রাজধানী (Capital) আগরতলায় (Agartala) আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিভিন্ন প্রকল্পের (initiatives) উদ্বোধন (inaugurate) করার পাশাপাশি কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন (lay the foundation stone) করার কথা রয়েছে তাঁর। তার আগে শনিবার আগরতলায় দেখা গেল পুরো শহর সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে।
সংবাদ সংস্থা এনআইআই (ANI) সূত্রে জানা গেছে, আগামীকাল মোট ৪ হাজার ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আগমন উপলক্ষে গোটা শহরকে দারুণ ভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই প্রকল্পগুলির ফলে রাজ্যের মানুষ প্রচুর উপকৃত হবেন বলে দাবি করা হয়েছে সরকারের তরফে। আরও পড়ুন: Odisha Shocker: স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার সময় ছাত্রের গলায় বিঁধল এসে বল্লম, ভয়াবহ ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)