Population Control Bill: ভারতে প্রতি মিনিটে ৩০ জন শিশু জন্মায়, চিনে ১০টি: গিরিরাজ সিং

ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। এমন কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। আর তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল খুবই প্রয়োজনীয় হতে চলেছে বলে দাবি করেন বিজেপি-র দাপুটে নেতা-মন্ত্রী গিরিরাজ।

Giriraj Singh (Photo Credits: PTI)

ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। এমন কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। আর তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল খুবই প্রয়োজনীয় হতে চলেছে বলে দাবি করেন বিজেপি-র দাপুটে নেতা-মন্ত্রী গিরিরাজ। বেগুসরাইয়ের সাংসদ-মন্ত্রী বললেন, " চিন এক সন্তান নীতি (One Child Policy) বাস্তবায়ন করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের উন্নয়ন করতে পেরেছে। চিনে যেখানে এখন মিনিটে দশজন নবজাত হয়, সেখানে ভারতে প্রতি মিনিটে ৩০ জন শিশুর জন্ম হয়। এবাবে চললে আমরা কী করে চিনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব?

সরকারের জনসংখ্যা নিয়ম- নীতি না মানলে ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত বলে গিরিরাজের দাবি। সব ধর্ম-জাতির মানুষকে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল মেনে চলা উচিত বলে জানালেন গিরিরাজ।

দেখুন টুইট