Telangana CM KCR: 'ইন্ডিয়া বা এনডিএ, আমরা কারও সঙ্গেই নেই', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই ঘর গোছানোর দিকে নজর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। একদল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন করছে তো আরেক দল ২৬টি বিরোধী রাজনৈতিক দলের জোট ইন্ডিয়াতে যোগ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে।

Photo Credits: PTI

লোকসভা ভোট (LS elections 2024) যত এগিয়ে আসছে ততই ঘর গোছানোর দিকে নজর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। একদল বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটকে সমর্থন করছে তো আরেক দল ২৬টি বিরোধী রাজনৈতিক দলের জোট ইন্ডিয়াতে (INDIA) যোগ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে। বুধবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও (Telangana CM & BRS Chief K Chandrashekar Rao)।

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা ইন্ডিয়া বা এনডিএ কারও সঙ্গেই নেই। আমরা সবাইকে (everyone) ও সবকিছু (everything) দেখে নিয়েছি।" আরও পড়ুন: PM Modi On Women Empowerment: 'নারীদের উন্নয়ন হলে উন্নত হবে গোটা বিশ্ব', জি ২০-এর সম্মেলনে দাবি মোদির

দেখুন ভিডিয়ো: