Naushad Siddiqui: কলকাতা হাই কোর্টের নির্দেশে ​গ্রেফতারির ৪০ দিনের মাথায় জামিন পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি

গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। পুলিশের হাতে গ্রেফতার হন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ আইএসএফের বহু কর্মী-সমর্থক

নওশাদ সিদ্দিকি (Photo Credits: FB)

গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরে বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। পুলিশের হাতে গ্রেফতার হন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ আইএসএফের বহু কর্মী-সমর্থক। তার পর থেকে তাঁরা জেলেই ছিলেন। বারবার আবেদন স্বত্ত্বেও মিলছিল না জামিন। অবশেষে গ্রেফতারির ৪০ দিনের মাথায় জামিন পেলেন তাঁরা। কলকাতা হাই কোর্টের নির্দেশে জামিন পেলেন নওশাদের সঙ্গে গ্রেফতার হওয়া আরও ৬৩ জন।