Madhya Pradesh Assembly Elections 2023: মধ্যপ্রদেশে গাধায় চড়ে টমেটো ও পেঁয়াজের মালা পরে মনোনয়ন জমার পথে নির্দল প্রার্থী, দেখুন ছবি
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে মধ্যপ্রদেশ। এর মাঝেই শুক্রবার রাজনগর বিধানসভায় নির্দল প্রার্থীকে দেখা গেল একটি গাধার পিঠে চড়ে গলায় পেঁয়াজ ও টমেটোর মালা পড়ে মনোনয়নপত্র জমা করতে যেতে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে (Madhya Pradesh Assembly Elections 2023) কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। এর মাঝেই শুক্রবার রাজনগর বিধানসভায় (Rajnagar constituency) নির্দল প্রার্থীকে (Independent candidate) দেখা গেল একটি গাধার (donkey) পিঠে চড়ে গলায় পেঁয়াজ (onions) ও টমেটোর (tomatoes) মালা (garland) পড়ে মনোনয়নপত্র জমা (file nomination papers) করতে যেতে।
সাংবাদিকের মুখোমুখি হয়ে অদ্ভূত এই সাজপোশাক পড়ে এভাবে গাধায় চড়ে মনোনয়ন জমা করতে যাওয়ার কারণ সম্পর্কে মুখ খোলেন রাজনগরের নির্দল প্রার্থী ইমরান খান (Imran Khan)। বলেন, এভাবে তিনি বার্তা দিতে চেয়েছেন (conveying a message) বিধায়ক (MLA) হিসেবে কাউকে নির্বাচিত (elect) করার পর এভাবেই হতাশার (disappointment) সম্মুখীন হয় মানুষ। আরও পড়ুন: Saviours Of Kashmir: ৪৭-এ কাশ্মীরে ভারতীয় সেনার বীরগাথাকে স্মরণ করে লাইট অ্যান্ড সাউন্ড শো, অপূর্ব ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)