AAP MP Sanjay Singh: আপ সাংসদ সঞ্জয় সিং-এর ২৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজত, দিল্লির ভিডিয়ো
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ সাংসদ সঞ্জয় সিংয়ের ইডি হেফাজত শেষ হচ্ছিল শুক্রবার। সেই কারণে আজ তাঁকে দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ সাংসদ সঞ্জয় সিংয়ের (AAP Rajya Sabha MP Sanjay Singh) ইডি হেফাজত (ED custody) শেষ হচ্ছিল শুক্রবার। সেই কারণে আজ তাঁকে দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে (Delhi's Rouse Avenue Court) তোলা হয়।
উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর কেজরিওয়ালের দলের রাজ্যসভা সাংসদকে ২৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে (judicial custody) পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর ফলে নবরাত্রিতে এবার জেলের মধ্যেই থাকতে হবে সঞ্জয় সিং-কে। আরও পড়ুন: AndhraPradesh : ওজন কমছে চন্দ্রবাবু নায়ড়ুর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবার
দেখুন ভিডিয়ো: