Bharatiya Janata Party Membership:দেশজুড়ে সদস্যপদ অভিযানে ভারতীয় জনতা পার্টি, ৮ দিনে ২কোটি পেড়িয়ে গেল নথিবদ্ধ সদস্য সংখ্যা

লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট, বিজেপির জনভিত্তি দুর্বল হয়েছে। যার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে মোদী-শাহ-নড্ডার দল। এই পরিস্থিতিতে নতুন করে দলের জনভিত্তি গড়ে তোলার লক্ষ্যেই এই সদস্য সংগ্রহ অভিযান বলে মনে করা হচ্ছে।

BJP Flags (Photo Credits: ANI)

প্রায় তিন বছর পরে দেশ জুড়ে আবার সদস্যপদ সংগ্রহ অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।  দিল্লিতে বিজেপির সদর দফতরে গত ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে সেই কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হয়েছে যে বিজেপির জনভিত্তি দুর্বল হয়েছে। যার ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে মোদী-শাহ-নাড্ডার দল। এই পরিস্থিতিতে নতুন করে দলের জনভিত্তি গড়ে তোলার লক্ষ্যেই এই সদস্য সংগ্রহ অভিযান বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যেই বিজেপি-র তরফে বলা হয়েছে ২ সেপ্টেম্বর শুরু হওয়া জাতীয় সদস্যপদ অভিযানের মাত্র ৮ দিনে দুই কোটিরও বেশি নতুন সদস্য নথিভুক্ত করেছে।