N Chandrababu Naidu: ফের বাড়াল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জেল হেফাজতের মেয়াদ

রাজ্যের দক্ষতা উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছে ইডি। এরপর থেরে হয় ইডি হেফাজত বা বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফাইল ফটো (Photo Credits: ANI)

রাজ্যের দক্ষতা উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির (Skill development scam) অভিযোগে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে (AP Former CM & TDP chief N Chandrababu Naidu) গ্রেফতার করেছে ইডি (ED)। এরপর থেরে হয় ইডি হেফাজত বা বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে বৃহস্পতিবার তাঁকে বিজওয়াড়ার এসিবি আদালতে (Vijayawada's ACB court) হাজির করা হলে বিচারক তাঁকে পয়লা নভেম্বর পর্যন্ত হেফাজতে (remand) রাখার নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন: Chhattisgarh Election Campaign:ছত্তিশগড়ের জগদলপুরের দন্তেশ্বরী মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (দেখুন ভিডিও)