Prashant Kishor: নীতিশ কুমারের দলবদলের নীতি নিয়ে কড়া ভাষায় নিন্দা করলেন পিকে

ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ফের নিশানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ( Nitish Kumar)। তাঁর দাবি ২০১৪ সালের নীতিশ কুমার আর এখনকার নীতিশ কুমারের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। পিকের দাবি, "ওনার খুব অহঙ্কার কোনও না কোনও অভিপ্রায়ে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু উনি মানুষের সমর্থনে কখনই আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না। শুধু সময়ের সঙ্গে দল বদলাবেন আর মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। উনি আর মানুষের পাশে নেই। কুর্সির লোভে শুধু নিজের মতাদর্শ বদলে যাচ্ছেন। এভাবে বেশিদিন চলবে না। একদিন ওনার পতন হবে। আর তখন ক্ষোভপ্রকাশ করবে জনতা। তখন যার মুখে জেডিইউ-এর কথা উঠবে, তাঁর বিরুদ্ধে গর্জে উঠবে বিহারবাসী। ওনার রাজ্যবাসীর ওপর কোনও সমবেদনো নেই"।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)