PM Modi Meeting Team India In Dressing Room Video: হতাশ কোহলি-রোহিতদের মনোবল চাঙ্গা করতে ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী, শামিকে জড়িয়ে ধরলেন বুকে (দেখুন ভিডিও)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হতাশই হতে হয়েছে রবিবার রাতে। ভিভিআইপি বক্সে বসে দেখতে হল, তাঁর শহর থেকে ট্রফি নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

Narendra Modi met Team India in Dressing room Photo Credit: Twitter@ANI (Video Source-PMO)

রবিবার নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের দেশে বিশ্বকাপের ট্রফি নিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফাইনালের খেলা শেষ হতেই গোটা দেশের সঙ্গে ভেঙে পড়েন ভারতীয় খেলোয়াড়রা। মাঠেই কাঁদতে দেখা যায় সিরাজ-রোহিত-রাহুলদের।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হতাশই হতে হয়েছে রবিবার রাতে। ভিভিআইপি বক্সে বসে দেখতে হল, তাঁর শহর থেকে ট্রফি নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে নিজের হতাশা ভুলে এরপরই গোটা টিমের মনোবল বাড়াতে রবিবার রাতেই ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন মহম্মদ শামিকে বুকে টেনে নেন মোদি। ২৪ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ডানহাতি পেসার। ফাইনালে ব্যর্থতার পর শামিকে মানসিকভাবে চাঙ্গা করেন প্রধানমন্ত্রী।সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ শামি। লেখেন, 'গতকাল দিনটি আমাদের ছিল না। আমাকে এবং দলকে যাঁরা সমর্থন করে গিয়েছেন, তাঁদের ধন্যবাদ। ড্রেসিংরুমে এসে আমাদের উদ্বুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ঘুরে দাঁড়াবই।'

শুধু শামি নন প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে কথা বলে তাঁদের ঘুরে দাড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়। দেখুন সেই ভিডিও-

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)