Modi Maharashtra Visit: একদিনের মহারাষ্ট্র সফরে মোদী, জগদম্বা মাতার মন্দিরে আরতি, হাতে একগুচ্ছ কর্মসূচি

এদিন সকালেই নান্দেদ বিমানবন্দরে পৌঁছান মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা অশোক চভান।

PM Modi Maharashtra Visit (Photo Credits: ANI)

শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। শনিবার তৃতীয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) পৌঁছে গেলেন জগদম্বা মাতার মন্দিরে (Jagdamba Mata Temple)। মহারাষ্ট্রের ওয়াশিম জেলার পোহারাদেবীতে জগদম্বা মাতার দর্শনে যান মোদী। নিজের হাতে আরতি করলেন তিনি। পোহারাদেবীতে সন্ত সেবালাল মহারাজ এবং সন্ত রামরাও মহারাজকে তাঁদের 'সমাধিতে' শ্রদ্ধা জানান। মন্দিরের ঐতিহ্যবাহী ঢোল বাজান প্রধানমন্ত্রী। এদিন সকালেই নান্দেদ বিমানবন্দরে পৌঁছান মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা অশোক চভান। সেখান থেকে হেলিকপ্টারে করে পোহারাদেবী পৌঁছন। একদিনের মহারাষ্ট্র সফরে এসেছেন প্রধানমন্ত্রী। ওয়াশিমের পর থানে এবং মুম্বইয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।

জগদম্বা মাতার মন্দিরে আরতি করছেন মোদী... 

মন্দিরের ঐতিহ্যবাহী ঢোল বাজালেন... 

সন্ত সেবালাল মহারাজ এবং সন্ত রামরাও মহারাজর সমাধিতে শ্রদ্ধা... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif