Chhath Puja 2024: ছট পুজো উপলক্ষে ফলমূল, শাকসবজিতে ভরেছে কলকাতার বাজার, দাম কেমন? দেখুন ভিডিয়ো
ছট পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন কলকাতার(Kolkata) বিহারি(Bihari) সম্প্রদায়ের(Community) মানুষজনও। আর এবার ছট পুজোর জন্য সেজে উঠছে বাজার।
নয়াদিল্লিঃ সামনেই ছট পুজো(Chhath Puja 2024)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছট পুজোর আচার অনুষ্ঠান। ছট পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন কলকাতার(Kolkata) বিহারি(Bihari) সম্প্রদায়ের(Community) মানুষজনও। আর এবার ছট পুজোর জন্য সেজে উঠছে বাজার। ব্যস্ততার ছবি কলকাতার বালিগঞ্জ মার্কেটে। রকমারি ফল, সবজিতে ভরে উঠছে বাজার। বিশেষ করে বাজারে দেখা মিলছে সারি সারি কলার কাঁদির। কারণ ছটপুজোয় বিশেষভাবে লাগে এই কলা। প্রতিবারের মতো এবারও ফলমূল, সবজির দামও বেশ আকাশ ছোঁয়া। তবে পুজো উপলক্ষে দামদর উপেক্ষা করেই থলে ভরে বাজার করছেন মানুষজন।
ছট পুজো উপলক্ষে ফলমূল, শাকসবজিতে ভরেছে কলকাতার বাজার, দাম কেমন? দেখুন ভিডিয়ো