Pakistani Woman Seema Haider: প্রেমিক সচিনের জন্য পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন ভরা সংসার ফেলে, এবার মা হলেন সেই সীমা হায়দর

Seema Haider With Sachin Meena (Photo Credits: X)

ফের মা হলেন সীমা হায়দর (Seema Haider)। মঙ্গলবার এক কন্যা সন্তানের জন্ম দেন পাকিস্তানি (Pakistan) সীমা হায়দর। সচন মিনা এবং  সীমা হায়দরের আইনজীবী এপি সিং মঙ্গলবার সকালে এই খবর প্রকাশ করেন। প্রসঙ্গত ২০২৩ সালে সীমা হায়দর পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেন সীমা হায়দর। নিজের সংসার ছেড়ে ভারতীয় প্রেমিক সচিন মীনার (Sachin Meena) সঙ্গে প্রথমে নেপালে হাজির হন সীমা হায়দর। পরে নেপাল থেকে ভারতে প্রবেশ করেন তিনি। সীমা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সচিনের সঙ্গে সংসার পেতেছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই হুলুস্থূল শুরু হয়। নিত্যদিন তাঁদের  নিয়ে চলতে শুরু করে জোরদার বিতর্ক। পাকিস্তানে সীমার পরিবার থাকা সত্ত্বেও, ভারতে প্রবেশ করার তাঁকে আর সে দেশে ফিরতে দেখা যায়নি। যা নিয়ে বহু বিতর্ক হলেও, শেষ পর্যন্ত সচিন মীনাকে বিয়ের পর যুগলে মা-বাবা হলেন সীমা হায়দর এবং সচিন মীনা।

মা হলেন সীমা হায়দর। প্রকাশ করলেন তাঁদের আইনজীবী...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement