Pakistani Spy Shakur Khan Arrested: সরকারি অফিসে বসেই পাকিস্তানের হয়ে চরবৃত্তি, রাজস্থানে ধরা হল নির্লজ্জ শকুর খানকে

Pakistani Spy Shakur Khan (Photo Credit: ANI/X)

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির (Pakistani Spy) অভিযোগে গ্রেফতার করা হল এক সরকারি কর্মচারিকে। ধৃতের নাম শকুর খান (Shakur Khan)। অ্যাসিসট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কর্মরত ছিল এই শকুর খান। জয়সলমীরে কর্মরত ছিল শকুর (Government Employee Shakur Khan)। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয় পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে। বৃহস্পতিবার শকুর খানকে তার অফিসে নিয়ে যান প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন নথি খতিয়ে দেখতেই  এই শকুর খানকে তার জয়সলমীরের অফিসে নিয়ে যাওয়া হয়। অপারেশন সিঁদূরের (Operation Sindoor) পর থেকে গোটা দেশ জুড়ে পাকিস্তানের গুপ্তরচরদের পাকড়াও করা হচ্ছে। জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) থেকে জসবীর সিং (Jasbir Singh) কিংবা শকুর খান, পাকিস্তানি চরবৃত্তির অভিযোগে একের পর এক নাম উঠে আসতে শুরু করেছে। ফলে দেশের কোথায় কীভাবে পাক চররা লুকিয়ে রয়েছে, সে বিষয়ে খোঁজ শুরু করেছে প্রশাসন।

আরও পড়ুন: Jasbir Singh Arrested: জ্যোতির সঙ্গে ক্রমাগত যোগাযোগ, গ্রেফতারি এড়াতে পাকিস্তানিদের সঙ্গে সব গোপণ আঁতাত মোছার চেষ্টা করে জসবীর সিং

গ্রেফতার সরকারি কর্মী শকুর খান...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement