Uttarakhand's Haldwani Protest: হলদোয়ানিতে 'গৃহহারা' হতে পারেন ৪ হাজার পরিবার, শোরগোল

Haldwani Protest Image (Photo Credit: ANI)

উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদোয়ানিতে (Haldwani) প্রায় ৪ হাজার পরিবার গৃহহারা হতে চলেছেন। এমনই একটি খবরের জেরে প্রায় গোটা দেশে শোরগোল শুরু হয়েছে। হলদোয়ানির বনভুলপুরা এলাকায় যে ৪ হাজার পরিবারের বসবাস, তাঁদের এবার উৎখাত করা হতে পারে বলে খবর। রিপোর্টে প্রকাশ, হলদোয়ানির বনভুলপুরা এলাকায় ওই ৪ হাজার পরিবার কয়েক দশক ধরে বসবাস করছেন। এবার সেই বনভুলপুরা এলাকার ৪ হাজার পরিবারকে রেলওয়ের তরফে নোটিশ ধরানো হয়। শিগগিরই ওই পরিবারগুলিকে বনভুলপুরা এলাকা থেকে সরতে হবে বলে রেলের তরফে নোটিশ জারি করা হয় বলে খবর। রেলের কলোনিতে প্রায় জোর করেই ওই ৪ হাজার পরিবার বসবাস করছেন বলে অভিযোগ। সেই কারণে হলদোয়ানির ওই পরিবারগুলিকে উচ্ছেদের জন্য নোটিশ জারি করা হয় বলে খবর। তবে হলদোয়ানির ওই ৪ হাজার পরিবারকে যাতে বনভুলপুরা থেকে উচ্ছেদ করা না য়ায়, তরা জন্য কংগ্রেস বিধায়ক সুমিত হৃদয়েশের নেতৃত্বে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্থানীয়রা।