Namibian Cheetah Cub Dies At Kuno National Park: কুনোয় এবার নামিবিয়া থেকে আনা চিতার সন্তানের মৃত্যু, দু মাসে মৃত ৪
মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ফের বিদেশী চিতাবাঘের মৃত্যু। গত ২৯ মার্চ নামিবিয়া থেকে আসা সিয়ায়া জোয়ালা নামের একটি চিতা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দেয়।
ভোপাল, ২৩ মে: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) ফের বিদেশী চিতাবাঘের মৃত্যু। গত ২৯ মার্চ নামিবিয়া থেকে আসা সিয়ায়া জোয়ালা নামের একটি চিতা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দেয়। ৭০ বছর পর ভারতে বিদেশী চিতার জন্ম হয়েছিল। জোয়ালার চার সন্তানের মধ্যে একটি চিতা শাবক এদিন কুনো জাতীয় উদ্যানে মারা গেল।
চলতি মাসের গোড়ায় কুনোয় নামিবিয়া থেকে আসা দীক্ষা নামের এক চিতার মৃত্যু হয়। গত দু মাসে এটি চতুর্থ নামিবিয়া থেকে আসা চিতার মৃত্যু। কী কারণে চিতাশাবকটি মারা গেল তা এখনও জানানো হয়নি। কুনোয় গত মার্চ ও এপ্রিলে আফ্রিকা থেকে আনা সাশা ও উদয় নামের দুটি চিতা মারা যায়। এরপর গত ৯ মে দিক্ষা নামের এক এক চিতার মৃত্যু হয়েছিল।
দেখুন টুইট