Omar Abdullah on Lok Sabha Election Results 2024: চূড়ান্ত ফলাফল আমাদের পক্ষেই থাকবে, মনে করেন ওমর আবদুল্লাহ
উত্তর কাশ্মীরের বারামুলা আসনে পিছিয়ে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স চেয়ারপার্সন ওমর আবদুল্লাহ
মঙ্গলবার ন্যাশনাল কনফারেন্স (National Conference) সহ-সভাপতি ওমর আবদুল্লাহ (Omar Abdullah) বলেছেন যে তিনি বারামুলা লোকসভা আসনে জয়ের ব্যাপারে আশাবাদী, যদিও তিনি প্রাথমিক প্রবণতায় নির্দল প্রার্থী শেখ আবদুল রশিদের (Sheikh Abdul Rashid) চেয়ে ২৫ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। আবদুল্লাহ বলেন, 'উত্থান-পতন থাকবে তবে চূড়ান্ত ফলাফল আমাদের পক্ষে থাকবে।' উত্তর কাশ্মীরের বারামুলা আসনে পিছিয়ে রয়েছেন ন্যাশনাল কনফারেন্স চেয়ারপার্সন ওমর আবদুল্লাহ। শুরুতেই লিডে এগিয়ে আছেন রশিদ। অনন্তনাগ-রাজৌরি আসনে জম্মু-কাশ্মীরের মিয়া আলতাফ আহমেদের কাছে পিছিয়ে রয়েছেন মেহবুবা মুফতি। এনসি এবং পিডিপি কাশ্মীর উপত্যকার দুটি প্রধান আঞ্চলিক দল এবং আইএনডিআই জোটের অংশ। জোটের অংশ হওয়া সত্ত্বেও উভয় দলই আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির মীর মহাম্মদ ফায়াজ এবং জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের সাজাদ গনি লোন। Lok Sabha Election Results 2024 Update: ইন্ডিয়া জোটের সঙ্গে জোর টক্কর এন ডিএ-র, গো-বলয়ে ভালো ফল বিরোধীদের
দেখুন পোস্ট