Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
41 minutes ago
Live

Lok Sabha Election Results 2024 Update: ইন্ডিয়া জোটের সঙ্গে জোর টক্কর এন ডিএ-র, গো-বলয়ে ভালো ফল বিরোধীদের

ভারত Indranil Mukherjee | Jun 04, 2024 02:29 PM IST
A+
A-
04 Jun, 14:29 (IST)

দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের সাম্প্রতিক প্রবণতা অনুসারে বিজেপি একক ভাবে এগিয়ে রয়েছে ২৩৮ টি আসনে, কংগ্রেস ৯৫টি আসনে এগিয়ে রয়েছে, আপ এগিয়ে 3টি আসনে , সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ৩৭টি আসনে। 

04 Jun, 12:43 (IST)

এখনও ফলাফল প্রকাশ হয়নি। গণনার মাঝপথে এখনও ট্রেন্ডে চলছে লোকসভার নির্বাচন। নির্বাচন কমিশনের তরফে দুপুর ১২টা অবধি ফলাফলের সাম্প্রতিক অবস্থা জানানো হয়েছে। যেখানে বিজেপি ২৩৯ টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস ৯৪ টি আসনে এগিয়ে রয়েছে, আম আদমি পার্টি ৪টি আসনে এগিয়ে রয়েছে, সমাজবাদী পার্টি ৩৫টি আসনে এগিয়ে রয়েছে।

04 Jun, 12:22 (IST)

গো বলয়ে পিছিয়ে থাকলে দিল্লি, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের সবকটি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। তবে ফল ঘোষণা হতে অনেকটা সময় বাকি।

 

04 Jun, 10:56 (IST)

আজ সকাল ৮টা থেকে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। দিল্লির সাতটি গণনা কেন্দ্র- চাঁদনি চক সংসদীয় কেন্দ্রের ভারত নগর, উত্তর-পূর্ব দিল্লির নন্দ নগরী, পূর্ব দিল্লির কমনওয়েলথ গেমস স্পোর্টস কমপ্লেক্স, নয়া দিল্লি নির্বাচনী এলাকার গোল মার্কেট, উত্তর-পশ্চিম দিল্লির শাহবাদ দৌলতাপুর, দ্বারকা সেক্টর-3-এ অবস্থিত পশ্চিম দিল্লি, এবং দক্ষিণ দিল্লি লোকসভা আসনের সিরি ফোর্ট এ গণনা চলছে।মে মাসের 25 তারিখে দিল্লিতে লোকসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভোট পড়েছে ৫৮.৬৯%।

এখনও অবধি যা ট্রেন্ড তাতে ৭টি লোকসভার মধ্যে ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। 

04 Jun, 10:24 (IST)

গোটা দেশের লোকসভা নির্বাচনের গণনা চলছে আজ। নির্বাচন কমিশন প্রতি ঘণ্টায় জানিয়ে চলেছে কার হাতে যাচ্ছে দেশ। সকাল 10.00 টা পর্যন্ত সাম্প্রতিক প্রবণতা অনুসারে নির্বাচন কমিশন ওয়েবসাইট অনুযায়ী বিজেপি ২১৬টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস ৭৮টি আসনে এগিয়ে রয়েছে,  আম আদমি পার্টি (AAP)৪টি আসনে এগিয়ে রয়েছে, সমাজবাদী পার্টি ২৯টি আসনে এগিয়ে রয়েছে।

 

04 Jun, 09:54 (IST)

কর্নাল আসন থেকে পিছিয়ে রয়েছেন বিজেপির সিনিয়র নেতা মনোহর লাল খট্টর।

04 Jun, 09:47 (IST)

বারাণসী লোকসভা কেন্দ্র থেকে  ৬০০০ ভোটে পিছিয়ে রয়েছেন নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে কংগ্রেস প্রার্থী অজয় ​​রাই এগিয়ে রয়েছেন।

 

04 Jun, 09:36 (IST)

উত্তরপ্রদেশের ৮০টি আসনের লড়াইয়ে জোর টক্কর বিজেপি ও সমাজবাদী পার্টির। এখনও অবধি যা ট্রেন্ড তাতে বিজেপি এগিয়ে ২৬টি আসনে ও সমাজবাদী পার্টি এগিয়ে ২৭টি আসনে।

দিল্লির মসনদে কে বসবে তা নির্ধারিত হয়ে যাবে আজকেই। ৪৫ দিনের যুদ্ধ শেষে আজ শেষ হাসি কে হাসবে তা বলে দেওয়া যাবে আর কিছুক্ষণ পর থেকেই । নির্ধারিত সময়ে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের গণনার কাজ। প্রথমে পোস্টাল ব্যালটের পর শুর হবে ইভিএমের গণনা। গোটা দেশে ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যেই সুরাটে বিনা প্রতিদ্বন্ধিতায় জিতেছেন বিজেপির মুকেশ দালাল। রইল পড়ে ৫৪২টি আসনের ফল। এন ডি এ জোট কিংবা ইন্ডি জোট সকলেরই দাবি সরকার গড়বেন তাঁরা। তবে বুথ ফেরত সমীক্ষায় পাল্লা ভারী এন ডি এ জোটের দিকেই।

প্রথম রাউন্ড গণনার শেষে কি খবর এল সামনেঃ-

বারাণসীতে এগিয়ে রয়েছেন মোদী

রায়বরেলি থেকে পিছিয়ে রয়েছেন রাহুল গান্ধী।

উত্তরপ্রদেশ, বিহার উত্তরাখন্ডে এগিয়ে বিজেপি


Show Full Article Share Now