Odisha Assembly Elections: 'ওড়িশায় এবার ক্ষমতা আসবে বিজেপি', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন রাজ্য সভাপতি মনমোহন সামল

ওড়িশায় এবার নবীন পট্টনায়েকের দল বিজেডিকে হারিয়ে ক্ষমতা আসবে বিজেপি। রবিবার ভুবনেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন ওড়িশার বিজেপি সভাপতি মনমোহন সামল।

Photo Credits: ANI

ওড়িশায় (Odisha) এবার নবীন পট্টনায়েকের দল বিজেডিকে (BJD) হারিয়ে ক্ষমতা আসবে বিজেপি (BJP)। রবিবার ভুবনেশ্বরে (Bhubaneshwar) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন ওড়িশার বিজেপি সভাপতি মনমোহন সামল (Odisha's BJP state president Manmohan Samal)। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বলতে গিয়ে একথা বলেন তিনি।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দলের তরফে করা সার্ভে (survey) অনুযায়ী, এবার আমরা অনেক বেশি আসন (seats) পাব। এখনও মোটামুটি ৮-১০ মাস সময় রয়েছে। আমাদের কঠিন পরিশ্রম (hard work) করতে হবে তাহলেই ওড়িশায় অপ্রত্যাশিত আসন (unexpected seats) পাব আমরা। আমরা সরকার গড়ব যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা (comfortable margin) নিয়ে।" আরও পড়ুন: Bihar: মধুচন্দ্রিয়ায় যাওয়ার পথে আচমকা উধাও স্ত্রী, পরকীয়া নাকি দুষ্কর্মের শিকার মহিলা!

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now