Odisha: ডানার প্রভাবে ওড়িশায় ব্যাপক বৃষ্টি, রাস্তার বেহাল দশা দেখে রোগীকে কোলে নিয়ে দু কিলোমিটার পথ পার হলেন অ্যাম্বুলেন্স চালক
ভারী বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে। বিপদের সময়ে বহু জায়গাতেই পৌঁছতে পারছে না অ্যাম্বুলেন্স। এমতাবস্তায় এক রোগীকে দু কিলোমিটার পথ কোলে করে এনে অ্যাম্বুলেন্সে তুললেন চালক।
এ রাজ্যে ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) প্রভাব সেভাবে দেখা না গেলেও পড়শি রাজ্য ওড়িশায় (Odisha) ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। ওড়িশার ভিতরকনিকা, ভদ্রক, কেন্দ্রপাড়া, দামরা-সহ বিভিন্ন এলাকায় ডানার ব্যাপক প্রভাব পড়েছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস (সর্বোচ্চ ১২০ কিলোমিটার) সেই সঙ্গে অঝোরে বৃষ্টি। ভেঙেছে বহু ঘরবাড়ি, ডুবেছে বিঘার পর বিঘা চাষ জমি। তবে দুর্যোগে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি এড়ানো গিয়েছে ওড়িশায়। আবহাওয়া দফতরের তরফে আগামী চার পাঁচ দিন এখনও সে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা হয়েছে। বিপদের সময়ে বহু জায়গাতেই পৌঁছতে পারছে না অ্যাম্বুলেন্স। এমতাবস্তায় এক রোগীকে দু কিলোমিটার পথ কোলে করে এনে অ্যাম্বুলেন্সে তুললেন চালক। অ্যাম্বুলেন্স কর্মীর সাহসিকতা এবং সহানুভূতির জেরে প্রাণে বেঁচেছেন মহিলা রোগী।
ওড়িশায় অ্যাম্বুলেন্স কর্মী প্রাণ বাঁচালেন রোগীর...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)