C R Rao: পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কার পেলেন সি আর রাও

বিখ্যাত ভারতীয়-মার্কিন গণিতজ্ঞ ও পরিসংখ্যানবিদ সি আর রাও (Calyampudi Radhakrishna Rao)-কে চলতি বছরের আন্তর্জাতিক পরিসংখ্যানের পুরস্কার দেওয়া হল।

Calyampudi Radhakrishna Rao

বিখ্যাত ভারতীয়-মার্কিন গণিতজ্ঞ ও পরিসংখ্যানবিদ সি আর রাও (Calyampudi Radhakrishna Rao)-কে চলতি বছরের আন্তর্জাতিক পরিসংখ্যানের পুরস্কার দেওয়া হল। ৭৫ বছর ধরে তিনি গণিত ও পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর কাজে বিজ্ঞানের উন্নতিতে বড় ভূমিকা রাখছে। তাঁর বয়স এখন ১০২। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনিসেলভিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে অধ্যক্ষ হিসেব কাজ করছেন। তাঁর জন্ম কর্ণাটকে, পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, পিএইচডি করেন কেমব্রিজ থেকে।

দেখুন টুইট