Noida Road: যোগী রাজ্যের নয়ডার রাস্তায় ধস নেমে বড় গর্ত, দেখুন ভিডিও
আরও একবার উত্তর প্রদেশের পরিকাঠামো প্রশ্নের মুখে। কদিন আগেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর রাস্তায় ধস নেমে বড় গর্তের ভিডিও দেখে আঁতকে উঠেছিল দেশ।
Noida Road: আরও একবার উত্তর প্রদেশের পরিকাঠামো প্রশ্নের মুখে। কদিন আগেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর রাস্তার মাঝে বড় গর্তের ভিডিও দেখে আঁতকে উঠেছিল দেশ। বারাণসীর রাস্তার মাঝে ১৫ ফুট গভীর গর্ত নিয়ে সোশ্য়াল মিডিয়ায় নানা ট্রোল পোস্টও দেখা যায়। আর এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইউপি-র গর্বের জায়গা নয়ডার (Noida Sector 100) রাস্তায় ধস নেমে ধরে বড় গর্ত দেখা গেল। স্থানীয়রা জানান, রাস্তা ধসে গিয়ে সেখানে তৈরি হয়েছে বড় গর্ত। গতকাল, রবিবার রাতে বৃষ্টির পর সকালে দেখা গেল নয়ডা সেক্টর ১০০-র সার্ভিস রাস্তার মাঝে বেশ বড় গর্ত। বৃষ্টি যে খুব বেশি হয়েছে তাও নয়। ধসের ছবি দেখেই পরিষ্কার, রাস্তা তৈরি সব নিয়ম মেনে মজবুতভাবে হয়নি। বিরোধী দলের নেতাদের অভিযোগ, সড়ক পরিকাঠামো করতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার ঠিক কী পরিমাণ দুর্নীতি করে তা এই ঘটনাতেই পরিষ্কার। তবে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
দেখুন নয়ডা সেক্টর ১০০-র রাস্তায় ধস নেমে গর্তের ভিডিও
বারাণসীর রাস্তায় গর্ত, এমন ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেস
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)