No Confidence Motion Against Modi: সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের বৈঠক আজ, সংসদে আলোচনায় রাহুল গান্ধী

সংসদে রাহুল গান্ধী ফিরে আসতেই যেন কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে বিরোধী দল গুলির মঞ্চ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A.)। লোকসভায় তাঁদের পরবর্তী কৌশল ঠিক করতে রাজ্যসভার বিরোধী দলনেতার অফিসে আজ সকাল ১০টায় সমস্ত বিরোধী দলগুলির মুখ্য সচেতকদের বৈঠক অনুষ্ঠিত হবে।

Rahul Gandhi (Photo Credit: Instagram)

সংসদে রাহুল গান্ধী ফিরে আসতেই যেন কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে বিরোধী দল গুলির মঞ্চ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A.)।  লোকসভায় তাঁদের পরবর্তী কৌশল ঠিক করতে রাজ্যসভার বিরোধী দলনেতার অফিসে আজ সকাল ১০টায় সমস্ত বিরোধী দলগুলির মুখ্য সচেতকদের বৈঠক অনুষ্ঠিত হবে।

 ইতিমধ্যেই মণিপুর হিংসার ঘটনায় ক্ষুব্ধ বিরোধীরা লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে। এ নিয়ে আজ ও আগামীকাল আলোচনা হবে।  সূত্রের খবর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আজ (৮ অগস্ট) লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করতে পারেন। তাঁকে অনুসরণ করে দলের সাংসদ গৌরব গগৈ, মণীশ তেওয়ারি এবং দীপক বেজরাও এই ব্যাপারে আলোচনা করবেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জবাব দেবেন ১০ আগস্ট।