Bihar Political Crisis: স্পিকারকে অপসারণের ভোটে জয় নীতীশের,আরজেডি-র দুই বিধায়কের ক্রস ভোটিং
বিহারে আস্থা ভোটে জিততে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল রাতের টানটান উত্তেজনার পর আস্থা ভোটের আগে বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়।
বিহারে আস্থা ভোটে জিততে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল রাতের টানটান উত্তেজনার পর আস্থা ভোটের আগে বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়। স্পিকার বা অধ্যক্ষকে অপসারণের নির্বাচনে ১২৫-১১২ ভোটে জিতল এনডিএ-র শিবিরে থাকা নীতীশ কুমারের সরকার। ফলে অপসারিত হলেন স্পিকার। এবার হবে আস্থা ভোটে। আঁচ পাওয়া গেল আস্থা ভোটে জিততে কোনও অসুবিধাই হবে না নীতীশের।
নীতীশের গড় ভাঙানো তো দূরের কথা উল্টে লালু-তেজস্বী যাদবের দল আরজেডি-র তিন বিধায়ক নীতীশের দিকে ভোট দিলেন। আরজেডি বিধায়ক চেতন আনন্দ, নীলম দেবী ও প্রহ্লাদ যাদব নীতীশের দিকে গিয়ে বিধানসভায় সরকারি বেঞ্চে বসেন।স্পিকার অপসারণের আগে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হয় বিধানসভার অধিবেশন। বক্তব্য রাখতে গিয়ে বিহার সরকারের কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেন রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার।
দেখুন খবরটি