Nipah virus: কোঝিকোড়ের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা ব্যক্তির দেহে মিলল নিপা ভাইরাস, আতঙ্কে গোটা রাজ্য

প্রশাসনের তথ্য অনুযায়ী, পূর্বে আক্রান্ত চারজনই কোজ়িকোড়ের বাসিন্দা ছিলেন।তাই আক্রান্তদের খোঁজ মেলার পরই আতানচেরি, মারুথনকারা, তিরুভাল্লুর, কুট্টিভাদি, কাভাক্কোডি, ভিল্লাপালি ও কাভিলামপারা গ্রাম পঞ্চায়েতকে কন্টেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছে।

Photo Credits: X@airnewsalerts

নিপা ভাইরাসের আতঙ্ক ক্রমশ গ্রাস করছে কেরলকে। পূর্বে আক্রান্তদের সঙ্গে সংস্পর্শে আসা ব্যক্তিদের কোঝিকোড়ের একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাঁদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন ব্যক্তির শরীরে মিলল নিপা ভাইরাস। এই নিয়ে ৪ জনের শরীরে মিলল নিপা ভাইরাস।  কেরালার স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে খবরের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, পূর্বে আক্রান্তরা সকলেই কোজ়িকোড়ের বাসিন্দা ছিলেন।তাই  আক্রান্তদের খোঁজ মেলার পরই আতানচেরি, মারুথনকারা, তিরুভাল্লুর, কুট্টিভাদি, কাভাক্কোডি, ভিল্লাপালি ও কাভিলামপারা গ্রাম পঞ্চায়েতকে কন্টেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়া পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির (National Institute of Virology) একটি দলও ইতিমধ্যেই কেরলে পৌঁছে গিয়েছে এবং কোঝিকোড় মেডিক্যাল কলেজে মোবাইল ল্যাব বসিয়েছে নিপা ভাইরাসের পরীক্ষা করার জন্য।