Jaipur: রাজস্থান থেকে উদ্ধার মালদার পরিযায়ী শ্রমিকের দেহ
তদন্তে নেমে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
নয়াদিল্লিঃ রাজস্থানে (Rajasthan) কাজ করতে গিয়ে পাঁচদিন ধরে নিখোঁজ(Missing)। অবশেষে উদ্ধার মালদার এক পরিযায়ী শ্রমিকের দেহ। মৃতের নাম হরিবোল ঘোষ। বয়স ৩৮। তাঁর বাড়ি চাঁচল মহকুমার পুখুরিয়া থানার নরদিপুর গ্রামে। পরিবারের অভিযোগ, বাইরে থেকে মোটা টাকা উপার্জন করত তিনি। সেই টাকাপয়সা লুটপাটের জন্যই তাঁকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, গত ৯ অক্টোবর জয়পুরে নির্মাণের কাজের জন্য গিয়েছিলেন তিনি। দিন কয়েকদিন আগে থেকে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর তদন্তে নেমে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
রাজস্থান থেকে উদ্ধার মালদার পরিযায়ী শ্রমিকের দেহ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)