Udaipur Beheading: সন্ত্রাস ছড়াতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, রাজ্যজুড়ে শান্তি বজায় রাখার আর্জি গেহলতের
উদয়পুরের শিরচ্ছেদের ঘটনায় ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, সন্ত্রাস ছড়ানোর জন্যই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বুধবার একথা বলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Rajasthan CM Ashok Gehlot)।
উদয়পুরের শিরচ্ছেদের ঘটনায় ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, সন্ত্রাস ছড়ানোর জন্যই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বুধবার একথা বলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Rajasthan CM Ashok Gehlot)। তিনি বলেন, "ধৃত দুজনের সঙ্গে বাইরের দেশের যোগসাজশের প্রমাণ মিলেছে।" আর একটি টুইটে গেহলত বলেছেন, "UAPA আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্তভার গেছে NIA--এর এক্তিয়ারে। এই তদন্তে সম্পূর্ণ রূপে সহযোগিতা করবে রাজস্থান ATS। রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা বাজায় রাখার কাজ করতে হবে পুলিশ প্রসাসনকে। কোথাও কোনওরকম বিশৃঙ্খলা দেখলেই কঠোর ব্যবস্থা নিতে হবে।" বিরোধী রাজনৈতিক দলগুলিকে রাজ্যজুড়ে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন গেহলত।
পড়ুন টুইট