Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশী অভিযানে বড় অগ্রগতি, ৬ ইঞ্চির চওড়া পাইপ পৌঁছল শ্রমিকদের কাছে, নিরাপদে সকলেই

জানা যাচ্ছে, ওই ৬ ইঞ্চির পাইপের মধ্যে দিয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আটকে পড়া শ্রমিকদের জন্য বিশেষ ডায়েট পাঠানো হবে।

Uttarkashi Tunnel Collapse (Photo Credits: ANI)

উত্তরাখণ্ডের উত্তরকাশী অভিযানে বড় অগ্রগতি। ছয় ইঞ্চির চওড়া পাইপ প্রবেশ করানো সম্ভব হয়েছে সুড়ঙ্গের মধ্যে। ৬০ মিটারের বেশি ধ্বংসস্তূপ অতিক্রম করে ওই পাইপ পৌঁছেছে ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে। আশার আলো দেখতে পাচ্ছে শ্রমিকদের পরবিবার। জানা যাচ্ছে, ওই ৬ ইঞ্চির পাইপের মধ্যে দিয়ে চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আটকে পড়া শ্রমিকদের জন্য বিশেষ ডায়েট পাঠানো হবে। সুড়ঙ্গের ভিতরে ৪১ জন শ্রমিকই সুরক্ষিত আছে বলে নিশ্চিত করেছেন এক আধিকারিক।