Urfi Javed : পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, মিউজিক ভিডিওর লঞ্চে রেগে গেলেন উর্ফি জাভেদ (দেখুন ভিডিও)
উর্ফি জাভেদ আর বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। বারংবার নিজের পোশাকের কারণে খবরের শিরোনামে উঠে আসেন তিনি।
উর্ফি জাভেদ আর বিতর্ক যেন সমার্থক হয়ে উঠেছে। বারংবার নিজের পোশাকের কারণে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেই বিষয়ে নানা মন্তব্যও শুনতে হয় তাঁকে। এবার পোশাক নিয়ে মন্তব্য করাতেই চটে লাল হলেন বিগ বস স্টার উর্ফি জাভেদ। রিয়ালিটি শো ঝলক দিখলা যা-র লঞ্চ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। সেই অনুষ্ঠানে উর্ফি পৌঁছালে কোনও এক পাপারাৎজি বলেন যে, ‘আজ ঠিকঠাক পোশাক পরে এসেছে’। সেই ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চোখে পড়ে উর্ফিরও। সেই ভিডিয়োতে অডিয়ো শোনা গেলেও ঐ ব্যক্তিকে দেখা যায়নি। মঙ্গলবার ‘নাচ বেবি’ মিউজিক ভিডিয়োর লঞ্চে হাজির হয়ে সেই ভিডিয়োটি উপস্থিত সকল ক্যামেরাম্যানকে দেখান উর্ফি ও জিগ্গেস করেন কে এই ব্যক্তি? যদিও কারোর থেকেই সদুত্তর পাননি তিনি। এরপরই রাগে ফেটে পড়েন উর্ফি।
এদিনও উর্ফির পোশাক ছিল অন্যান্য দিনের তুলনায় বেশ বোল্ড। ফ্যাশন দুনিয়ায় এখন ট্রেন্ডে রয়েছে সবুজ। এদিন অলিভ গ্রিনের একটি ব্যাকলেস পোশাক পরেন তিনি। স্কার্টের সঙ্গে মানানসই একটি স্কার্ফকে মাথায় ও শরীরে সামনে জড়িয়েছেন তিনি। পিঠে কাপড়ের লেশমাত্র ছিল না উর্ফির।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)