Mumbai: আন্ধেরির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ জন
আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁদের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: বুধবার সকালে আন্ধেরির Andheri লোখান্ডওয়ালা কমপ্লেক্সে একটি ১৪ তলা আবাসিক ভবনে (Residential Flat) আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজন হলেন প্রবীণ দম্পতি চন্দ্রপ্রকাশ সোনি (৭৪), কান্ত সোনি (৭৪) এবং তাঁদের বাড়ির সাহায্যকারী পেলুবেতা (৪২)৷
পুলিশ সূত্রে খবর, সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দেখুন-