Serbia: নির্বাচনে কারচুপির অভিযোগে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ

বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যপক সংঘর্ষ বাধে।

Anti-Government Protest (Photo Credit: X)

সার্বিয়াতে গত সপ্তাহে একটি সাধারণ নির্বাচনের সময় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে, তার প্রতিবাদে রবিবার শত শত বিরোধী সমর্থক দেশের রাজধানীর সিটি কাউন্সিল ভবনে প্রবেশ করতে চেষ্টা করে। কেউ কেউ সার্বিয়ান (Serbian) প্রেসিডেন্টকে রাশিয়ার নেতার সঙ্গে তুলনা করে ‘ভুসিক ইজ পুতিন’ বলে স্লোগান দেন। বিল্ডিংয়ে পাথর ছোড়েন অনেকেই। পুলিশ তাঁদের বাধা দিতে কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যপক সংঘর্ষ বাধে।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক রবিবার বলেছেন, 'যে দাবি করা হচ্ছে তা রাজনৈতিক বিরোধীদের দ্বারা প্রচারিত মিথ্যা'।

দেখুন