Manipur Violence: একের পর এক দেহ উদ্ধারের পর মণিপুরের পরিস্থিতি আরও ভয়াবহ, বন্ধ ইন্টারনেট, জারি কার্ফু, আরও ২০ কোম্পানি বাহিনী নিয়োগ

মণিপুরের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হওয়ার পর উদ্বেগ বাড়ছে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে গত দু'দিনে ছ'জনের দেহ উদ্ধারের ঘটনার পর ক্ষোভ বাড়ছে।

Manipur Hit by Long Range Rocket Attacks. (Photo Credits: X)

মণিপুরের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হওয়ার পর উদ্বেগ বাড়ছে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে গত দু'দিনে ছ'জনের দেহ উদ্ধারের ঘটনার পর ক্ষোভ বাড়ছে। মণিপুরে অপহরণ করে খুনের ঘটনাতেই মহিলা, শিশু সহ ৬টি দেহ উদ্ধার হয়েছে বলে খবর। তিন মহিলা ও শিশুর অপহরণ ঘিরে চাঞ্চল্য জিরিবাম জেলায়। ইম্ফলে এদিন আন্দোলনে বসলেন রাজ্যের মহিলারা। পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই ফের রাজ্যে ইন্টারনেট নিষিদ্ধ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। দু'দিনের জন্য রাজ্যের সাতটি জেলায় সমস্ত ধরনের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে মণীপুর সরকার।

মণিপুরের আইনশৃঙ্খলা সামলাতে আরও ২০ কোম্পানি সিএপিফ বাহিনী পাঠালো কেন্দ্রীয় সরকার। এর আগে মোট ২১৮ কোম্পানি CAPF বাহিনী মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে। জারি করা হয়েছে কার্ফু।

অগ্নিগর্ভ পরিস্থিতি ফিরল মণিপুরে