Maharashtra: ড্রেনের মধ্যে সন্দেহজনক বস্তু উদ্ধার, দেখুন ভিডিও
বস্তুগুলো পরীক্ষা করার পর জানা যাবে সেগুলো কি।
মহারাষ্ট্র: পুনের আকুর্দি প্রেমলোক পার্কের (Akurdi Premlok Park) কাছে একটি ড্রেনের মধ্যে থেকে সন্দেহজনক বস্তু (Suspicious Object) উদ্ধার হয়েছে৷ ঘটনাস্থলে তদন্তকারী দল পৌঁছেছে। সন্দেহজকন বস্তুগুলো আসলে কি তা এখনও জানা যায়নি। বস্তুগুলো পরীক্ষা করার পর জানা যাবে সেগুলো কি। অদ্ভুত দেখতে জিনিষগুলো উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা পিটিআই বস্তুগুলোর একটি ভিডিও প্রকাশ করেছে। দেখুন-