শিশু নির্যাতন, ধর্ষণ ও প্রতারণার দায়ে তুরস্ক যৌন ধর্মগুরুকে ৮৬৫৮ বছরের জেল
শিশু নির্যাতন, ধর্ষণ ও প্রতারণার দায়ে দোষীসাব্যস্ত তুরস্কের এক যৌনধর্মগুরুকে ৮৬৫৮ বছরের জেলা হেফাজত দিল তুরস্কের ইস্তানবুলের একটি আদালত।
ইস্তানবুল: শিশু নির্যাতন (Child Abuse) ধর্ষণ (rape) ও প্রতারণার (Fraud) দায়ে দোষীসাব্যস্ত তুরস্কের (Turkey) এক যৌনধর্মগুরুকে (Sex Cult leader) ৮৬৫৮ বছরের জেলা হেপাজত দিল তুরস্কের ইস্তানবুলের (Istanbul) একটি আদালত (court)। অভিযুক্ত ওই ধর্মগুরু বা ইসালিমক প্রচারক তার সঙ্গে প্রচুর মহিলা নিয়ে ঘুরত। এবং তাদের উপর শারীরিক অত্যাচার চালাত বলেও অভিযোগ।
ওই ধর্মগুরু আদনান ওকতার দীর্ঘদিন ধরে একটি আশ্রম চালাত। আর সেখানে থাকা মহিলা ও নাবালিকাদের উপর ধারাবাহিকভাবে অকথ্য ষৌন অত্যাচার (sexual abuse) চালাতে বলে অভিযোগ ওঠে। তারের উপর ওঠা ১০টি অভিযোগের সত্যতা এখনও পর্যন্ত প্রমাণিত হয়েছে। যার মধ্যে একটি দুষ্কতীকারীদের একটি দল পরিচালনা (leading crimainal), রাজনৈতিক (political) ও সামরিক (military) চরবৃত্তি (espionage), নাবালিকাদের যৌন নির্যাতন (sexual abuse of (minors), ধর্ষণ (rape), ব্ল্যাকমেল (blackmail)-সহ একাধিক বিষয় রয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)