RG Kar Protest:আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল রিকশা চালকরা, হেদুয়া থেকে মিছিল এগিয়ে গেল কলেজ স্ট্রীট অবধি

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভে কলকাতায় রিকশাচালকরা। আজ বিকালে রিকশা মিছিল শুরু হয় হেদুয়া থেকে।হেদুয়া থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল।

Riksaw Pullers In Protest Photo Credit: X@ANI

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভে কলকাতায় রিকশাচালকরা। আজ বিকালে রিকশা মিছিল শুরু হয় হেদুয়া থেকে।হেদুয়া থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল।মিছিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের গলায় ঝোলানো ছিল প্রতিবাদের ভাষায় লেখা প্ল্যাকার্ড এবং পোস্টার। কোনও পোস্টারে লেখা ‘আর কত পথ হাঁটলে তবে ধর্ষকদের বিচার হবে?’, কোনও পোস্টারে আবার লেখা ‘যতই করবে কণ্ঠরোধ, জোরালো হবে প্রতিরোধ’। এ ছাড়া, ‘নির্যাতিতার বিচার চাই’ লেখা একাধিক পোস্টারও দেখা গিয়েছে এই মিছিলে।

 

একজন রিকশাচালক অরবিন্দ যাদব বলেছেন, "আমরা আরজি কর কলেজে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ করছি। গরীব সহ সকলের মা-বোন আছে। আমরা বিচার চাই এবং তাই আমরা এখানে আছি।"

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif