Ram Mandir Themed Christmas Cake: রামলালার প্রতিষ্ঠায় ব্যাকুল, বড়দিনে রাম মন্দিরের আদলে তৈরি খ্রিস্টমাস কেক

খ্রিস্টমাস উপলক্ষ্যে শিলিগুড়ির এক কেক শিল্পী বানিয়ে ফেললেন অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের আদলে বিশাল কেক।

Ram Mandir Themed Christmas Cake (Photo Credits: ANI)

রাত পোহালেই বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে খ্রিস্টধর্মের মানুষরা খ্রিস্টমাস (Christmas 2023) বা বড়দিন পালন করে থাকেন। খ্রিস্টমাস উপলক্ষ্যে শিলিগুড়ির এক কেক শিল্পী বানিয়ে ফেললেন অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের আদলে বিশাল কেক (Ram Mandir Themed Christmas Cake)। আগামী বছরের শুরুতেই অর্থাৎ ২২ জানুয়ারি অযোধ্যায় নতুন রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা দিবস পালন হতে চলেছে।

আরও পড়ুনঃ বড়দিন এবং নববর্ষ উপলক্ষ্যে রাত ১১টা পর্যন্ত খোলা মদের দোকান, কোথায় জানুন

দেখুন...