Maharashtra: এক্সপ্রেস ট্রেনের সামনে আত্মহত্যার চেষ্টা, রেললাইনে ঝাঁপিয়ে কিশোরকে বাঁচালেন GRP কনস্টেবল (ভাইরাল ভিডিও)

বছর ৩৫-এর GRP কনস্টেবলের তৎপরতায় প্রাণে বাঁচল ১৮ বছরের কিশোর (GRP Constable Jumps on Tracks)। ঘটনাটি মহারাষ্ট্রের উলহাসনগরের ভিথালওয়াডি রেলস্টেশনে।

Viral (Video Screen Grab)

বছর ৩৫-এর GRP কনস্টেবলের তৎপরতায় প্রাণে বাঁচল ১৮ বছরের কিশোর (GRP Constable Jumps on Tracks)। ঘটনাটি মহারাষ্ট্রের উলহাসনগরের ভিথালওয়াডি রেলস্টেশনে।  ভিডিওতে দেখা যাচ্ছে, এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করছে ওই কিশোর। ট্রেন আসার কয়েক মুহূর্ত আগেই প্ল্যাটফর্ম থেকে সে লাইনে ঝাঁপিয়ে পড়ে। এক্সপ্রেসটি ঢুকতে তখনও তিন সেকেন্ড বাকি। তিলমাত্র সময় নষ্ট না করে তৎক্ষণাৎ  রেললাইনে ঝাঁপিয়ে পড়েন কনস্টেবল। তারপর  ওই কিশোরকে ধাক্কা মেরে লাইন থেকে সরিয়ে দেন। পরমুহূর্তেই হুঁস করে ট্রেন চলে যায় স্টেশন কাঁপিয়ে। ভিডিওি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দেখুন ভিডিও

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)