Neeleswaram Mandir Fire Incident: নীলেশ্বরম মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দ্বগ্ধ ব্যক্তির মৃত্যু, আহতদের চলছে চিকিৎসা

গত ২৮ অক্টোবর ভয়াবহ আগুন লাগে কেরলের কাসারগোড এলাকার নীলেশ্বরম মন্দিরে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৪ জনের চিকিৎসা চলছিল।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

গত ২৮ অক্টোবর ভয়াবহ আগুন লাগে কেরলের কাসারগোড এলাকার নীলেশ্বরম মন্দিরে (Neeleswaram Mandir)। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ৪ জনের চিকিৎসা চলছিল। আহত ১৫০ জনের মধ্যে অনেককেই ইতিমধ্যেই ছাড়া হয়েছে। তবে এই ঘটনায় শনিবার ১ জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম সন্দীপ। সূত্রের খবর, সন্দীপের ৪০ শতাংশ শরীর ক্ষতিগ্রস্থ হয়েছিল। তাঁর চিকিৎসা চলছিল। এরমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, আতসবাজির কারণে গত সোমবার আগুন লাগে ওই মন্দিরে। সেই সময় মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আগুনে পুড়ে যায় বেশ কয়েকজন।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)